প্রতীকী ছবি
সৈয়দপুরে ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ রোববার সকালে সৈয়দপুর-নীলফামারী সড়কের কাজীরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-স্বপন কুমার রায় (৩২) ও তার স্ত্রী সুমি রানী (২৮)। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজপাড়ায়। তারা উত্তরা ইপিজেডের সনিক কোম্পানির শ্রমিক ছিলেন। আহত হয়েছেন একই মোটরসাইকেলের আরোহী সুকুমার রায় রতন। তিনি স্বপনের ছোট ভাই। তাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তিন শ্রমিক মোটরসাইকেলে করে বাড়ি থেকে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। কাজীরহাট বাজারে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন