পাঁচ দিন বন্ধ থাকার পর আগামীকাল শনিবার থেকে অনলাইনে আবার ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে।
নতুন করে টিকিট কাটতে হলে আগের মতো অ্যাপে নয়, টিকিট কাটতে হবে ওয়েবসাইট থেকে। সে জন্য অনলাইনে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন করে কাটা যাবে টিকিট।
অবশ্য আজ শুক্রবার বিকেল থেকেই কাউন্টারে কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করা টিকিট বিক্রি শুরু হয়েছে বলে রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর আগামীকাল থেকে শুরু হবে অনলাইনে টিকিট বিক্রি।
অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির দায়িত্ব দীর্ঘদিন ধরেই ছিল সিএনএস বিডি নামের একটি প্রতিষ্ঠানের ওপর। সম্প্রতি রেল কর্তৃপক্ষ সহজ ডটকমকে নতুন করে টিকিট বিক্রির দায়িত্ব দেয়। সহজ ডটকমকে কাজ বুঝে নেওয়ার সুযোগ দিতে রেল কর্তৃপক্ষ ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইন টিকিট বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
অনলাইনে টিকিট পেতে হলে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাকাউন্ট করতে হবে বলে জানিয়েছে রেলওয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন