মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহে রশিদ সরকার গ্রেপ্তার


মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

যুদ্ধাপরাধের একটি মামলায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার আবদুর রশিদ সরকার (৮৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার ভাইটকান্দি গ্রামে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ২০১৯ সালে করা যুদ্ধাপরাধের একটি মামলায় আবদুর রশিদ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর প্রস্তুতি চলছে।


মন্তব্যসমূহ